প্রকাশিত: Sat, Jun 8, 2024 2:53 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:06 PM

আমাদের বুদ্ধিজীবীদের উচিত ভারতের এসব অন্ধ বুদ্ধিজীবীদের নিন্দায় মুখর হওয়া

ব্রাত্য রাইসু

ভারতের বাংলাদেশ নীতির ব্যাপারে যতোদিন না সমালোচনা করতেছেন শশী থারুর, অরুন্ধতী রায় বা ধ্রুব রাঠীরা, ততোদিন তারা সমান ঘৃণিতই থাকতেছেন, আমাদের কাছে। তা কি তারা আদৌ জানেন?তারা ভারতীয় ক্ষমতাবান গোষ্ঠীর বাংলাদেশ নীতির সমালোচনা না করার মাধ্যমে এই কূনীতির অবৈধ সুফলই ভোগ কইরা আসতেছেন। আমরা জানি, ব্রিটিশ ইন্ডিয়ার লুটের ভাগ খাইছে যত ব্রিটিশরা, 

তারা সকলেই ওই চুরির ভাগিদার। বাংলাদেশের বুদ্ধিজীবী হিসাবে কেবলই নরেন্দ্র মোদীর নিন্দা করবেন কিন্তু শশী থারুর, অরুন্ধতী রায় বা ধ্রুব রাঠীর নিন্দা করবেন না তা হয় না। বাংলাদেশ বিষয়ে এই সাম্প্রদায়িক-অসাম্প্রদায়িক ভারতীয়রা একই চক্রের অংশ। আমাদের বুদ্ধিজীবীদের উচিত ভারতের এইসব অন্ধ বুদ্ধিজীবীদের নিন্দায় মুখর হওয়া। তারা এই নিন্দার যোগ্য।

https://www.facebook.com/bratyaraisu